ন্যাভিগেশন মেনু

পাঞ্জাবে মিগ-২১ বিধ্বস্ত, পাইলট নিহত


ভারতের পাঞ্জাবে রুটিন ট্রেনিং চলাকালীন বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) রাতে মোগায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে বিমান বাহিনী। 

হিন্দুস্তান টাইমসের সংবাদে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পাঞ্জাবের মোগার ভগপুরানাক লঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। এর প্রায় তিন ঘণ্টা পরে খোঁজ মেলে বিমানের পাইলটের।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক ট্যুইটে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয়েছে। 

ট্যুইটে জানানো হয়, 'গত রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মারাত্মক ভাবে আহত হয়ে মারা যান। আইএএফ এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে আছে।'

চলতি বছরে এটি মিগ-২১ যুদ্ধবিমানের তৃতীয় ক্র্যাশ। এর আগে মার্চে মধ্যভারতে ভেঙে পড়েছিল মিগ-২১ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক গ্রুপ ক্যাপ্টেন। এর আগে জানুয়ারিতে রাজস্থানে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল মিগ-২১-এর। তবে সেই ঘটনায় পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।

এডিবি/