NAVIGATION MENU

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত


সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার চুমকি (৩৮) নামক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর শাকদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুমকি সাতক্ষীরার আশাশুনির অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুর রহমান টুকুর স্ত্রী। তাদের বাড়ি আশাশুনি গার্লস স্কুলের পাশে। এ সময় তার স্বামী আসাদুর রহমান টুকু গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী সাতক্ষীরার আশাশুনি যাচ্ছিলেন। এ সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদহ ব্রিজের কার্নিশে লেগে মোটরসাইকেল আরোহী স্ত্রী সামছুনাহার চুমকি ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার স্বামী আসাদুর রহমান টুকু গুরুতর আহত হন। আহত আসাদুর রহমান টুকুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিবি/এডিবি