ন্যাভিগেশন মেনু

নকলায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি, গ্রেপ্তার হুমকিদাতা


শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সুজাকে হত্যার হুমকিদাতা ও এক লাখ টাকা চাঁদা দাবিকারী যুবক শরিফুল ইসলাম শিপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শিপ্ত উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার নবিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে এক লাখ টাকা  চাঁদা দাবি করে আসছে অজ্ঞাত এক ব্যক্তি। চাঁদা  দিতে অস্বীকার করলে চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দেয় বিভিন্ন নাম্বার থেকে।

পরে সুজা গত ২৮ নভেম্বর নিজের নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি জিডি করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

এম এস/এস এ /এডিবি