ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রী শুক্রবার নিউইয়র্ক যাচ্ছেন


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরে শুক্রবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে রোহিঙ্গাদের শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম বিশ্বসহ জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হবে।

২৬ সেপ্টেম্বর ইউনিসেফ আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন। এতে প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সম্মাননা প্রদান করা হবে।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত রানী ম্যাক্সিমা, বিল গেটস, আইসিসি-এর চিফ প্রসিকিউটর, প্রধান নির্বাহীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

আরো পড়ুনঃ

জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া ২৭ সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন।

প্রধানমন্ত্রীর সাথে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সফরসঙ্গী হবেন- পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিবেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি।

এমআইআর / এস এস