ন্যাভিগেশন মেনু

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মিম


জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো সপ্তম শ্রেণীর ছাত্রী মিম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থানা পুলিশের সদস্যরা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।

মিম সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার মিলন হোসেনের মেয়ে। সে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার মিমের সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের হাসেম আলীর বিয়ের কাজ গোপনে শেষ করার সিদ্ধান্ত নেন মেয়ের অভিভাবকরা। রাত ৯টার দিকে বরসহ বরযাত্রীরা বিয়ে বাড়িতে উপস্থিত হন। এরই মধ্যে প্রতিবেশীরা বাল্যবিয়ের বিষয়টি মুঠোফোনে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জীবননগর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা পালিয়ে যান।

এ সময় পুলিশের পক্ষ থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানোর পর মেয়ের বাবা তার মেয়েক প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বরে অঙ্গীকার করেন।

এস কে/ ওয়াই এ/এডিবি