ন্যাভিগেশন মেনু

বগুড়ায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


‘মুজিব বর্ষের উদ্দিপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু করেছে। মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ায় লক্ষাধিক গাছের চারা বিতরণ ও রোপন করা হবে। 

রবিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় বগুড়া জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ কর্মসুচির উদ্বোধন হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন  জেলা কমান্ড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান। তিনি একটি ফলজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে আনসার ভিডিপি দলনেতা-দলনেত্রী, বিভিন্ন স্তরের কমান্ডার ও স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। 

কর্মসূচী উপলক্ষে জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান পিএএম এর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুটেন্ট জাহিদ হোসেন এবং বিভিন্ন উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলনেতা-দলনেত্রী ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা কমান্ড্যান্ট সবাইকে গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার এবছর সারাদেশে চারা রোপনের পরিকল্পনা গ্রহন করেছে। বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা সহ উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় তিনি মহাপরিচালক মেজর জেনারেল শরিফ কায়কেবাদের সময়োপযোগী সিদ্ধান্তের বিষয়ে বলেন, আমাদের দেশের ১৭% বনভূমি রয়েছে যা ২৫% পর্যন্ত উন্নিত করণের উদ্দেশ্যে দেশব্যাপী সবুজায়ন কার্যক্রেমের অংশ হিসেবে সারাদেশে আনসার -ভিডিপি’র পক্ষ থেকে ধাপে ধাপে ২ লক্ষাধিক ফলজ,বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপন করা হবে।

জেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের কর্মকর্তা নাসিমুল ফেরদৌস জানান, গোটা বছর জুড়ে বগুড়া জেলায় লক্ষাধিক বৃক্ষ চারা রোপন ও বিতরন করা হবে। রবিবার সেই কর্মসুচির উদ্বোধন হয়েছে। বগুড়া জেলা সদরসহ ১২ টি উপজেলায় বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হলো। এসকল চারার মধ্যে রয়েছে পেয়ারা, জাম, জলপাই, কাঁঠাল, আমড়া, অর্জুন, আমলকী, হরতকি,বহেরা, তেতুল, চালতা ইত্যাদি।

ওআ/