ন্যাভিগেশন মেনু

বরিশালে অটোরিকশায় গেলো ৩ প্রাণ


বরিশাল জেলায় পৃথক পৃথক অটোরিকশা দূর্ঘটনায় দুইজন ও দুই অটোরিকশা চালকের মারামারিতে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন - রিয়াজুল ইসলাম (২২) ও সালাউদ্দিন (৩৫) নামে দুই অটোরিকশা যাত্রী। এছাড়া দুই অটোরিকশা চালকের মারামারিতে জাকির (৩২) নামে এক চালক মারা গেছেন।

শুক্রবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম নামে এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা রিয়াজুলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় অটোরিকশা উল্টে যাত্রী সালাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা সালাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শুক্রবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে দুই অটোরিকশা চালকের ঝগড়া ও দফায় দফায় মারামারি হয়। এতে জাকির নামে এক অটোরিকশা চালক অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপির) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এডিবি/