ন্যাভিগেশন মেনু

বহুপক্ষবাদের চর্চা অব্যাহত রাখবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক


ওয়াং ডানহোং রুবি:

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবি’র পঞ্চম পরিষদের বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত শাখা ফোরামে বলা হয়, এআইআইবি বহুপক্ষবাদের চর্চা অব্যাহত রাখবে এবং একে আন্তর্জাতিক বহুপক্ষীয় সহযোগিতার দৃষ্টান্তে পরিণত করার চেষ্টা চালাবে। 

চীনের উদ্যোগে এআইআইবি প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর বেইজিংয়ে। ২০১৬ সালের ১৬ জানুয়ারি এআইআইবি উদ্বোধন হয়। বর্তমানে এ ব্যাংকের সদস্যসংখ্যা ৫৭ থেকে বেড়ে ১০৩টিতে দাঁড়িয়েছে এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও ওশিয়ানিয়াসহ ছ’টি মহাদেশে রয়েছে এ সংস্থার সদস্য। গত চার বছর ধরে এআইআইবি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের পদ্ধতি ও নিয়মকানুন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটি আন্তর্জাতিকীকরণ ও উচ্চমানদণ্ড বজায় রেখেছে। এআইআইবি ২৪টি সদস্যরাষ্ট্রে ৮০টিরও বেশি কাঠামো প্রকল্পে ২০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যার ফলে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনীতি একীকরণের প্রক্রিয়া বেগবান হয়েছে এবং এশিয়া, এমন কি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। তিনটি আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা- এসএন্ডপি, মুডিস ও ফিচ রেটিংস ব্যাংকটির সর্বোচ্চ মূল্যায়ন করেছে এবং এ মূল্যায়ন বজায় রাখার পূর্বাভাস দিয়েছে। জাতিসংঘও  এ ব্যাংকের অবদানের প্রশংসা করে এবং ব্যাংকটিকে জাতিসংঘ সাধারণ সম্মেলনের স্থায়ী পর্যবেক্ষক সংস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

চলতি বছর কোভিড-১৯ বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলেছে। এ সংকট কাটিয়ে ওঠার জন্য এআইআইবি সময়মতো ১০০০ কোটি মার্কিন ডলার পুনরুদ্ধার তহবিল ঘোষণা কর। এ তহবিল সদস্য দেশগুলোর কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবহৃত হবে। এ পর্যন্ত তহবিলটি ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ডসহ ১২টি দেশে ৫৯০ কোটি ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনলাইন শাখা ফোরামে ব্যাংকটির গভর্নর চিন লি ছুন বলেন, কোভিড-১৯ মহামারিতে নিম্ন আয়ের দেশের দুর্বলতা, বিশেষ করে চিকিৎসাখাতে সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে এআইআইবি ভবিষ্যতে নজর দেবে। 

তিনি বলেন, “ভবিষ্যতে, যাই হোক-না-কেনও, আমরা সড়ক, রেল ও বন্দরের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি, চিকিৎসাখাতে নির্দিষ্ট কার্যক্রম চালিয়ে নেব। কারণ, এ ক্ষেত্রে কাজ করলে জনশক্তির মান উন্নয়নের পাশাপাশি একটি রাষ্ট্রের উৎপাদন ক্ষমতাও বাড়বে। এ বিষয়টি অবকাঠামো খাতে খুব গুরুত্বপূর্ণ। এটি কোভিড-১৯ মহামারি থেকে অর্জিত অভিজ্ঞতা।”

এআইআইবি নতুন ধরনের বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। গত চার বছরের বেশি সময় ধরে ব্যাংকটি সব সদস্যদেশ আলোচনার মাধ্যমে কাজ করা, অর্জিত সাফল্য সবার সঙ্গে শেয়ার করার নিয়মে অবিচল রয়েছে। 

চিন লি ছুন বলেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ মোকাবিলায় বহুপক্ষবাদকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “কোভিড-১৯ থেকে কোনও দেশ নিজেকে রক্ষা করতে পারবে না। এ কারণে আমরা এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইউরোপের পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের সঙ্গে সহযোগিতা চালিয়ে আসছি। আমরা অনেক দেশকে চিকিৎসা সরঞ্জাম, বেসরকারি সংস্থার জন্য অর্থবরাদ্দ এবং সরকারের বাজেটবিষয়ে সমর্থন দিয়েছি। গত ৪-৫ মাসে বহুপক্ষীয় সমর্থনগুলো ছাড়া নিম্ন আয়ের দেশগুলো যে কত সংকটে পড়ত, তা মানুষ কল্পনাও করতে পারে না।”

ওয়াং ডানহোং রুবি, চায়না মিডিয়া গ্রুপের একজন কর্মী