ন্যাভিগেশন মেনু

বাঁশখালীর পুকুরিয়ায় পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, ৯ লাখ টাকার ক্ষতি


বাঁশখালীর পুকুরিয়ায় রাতের আঁধারে রফিকুল ইসলাম নামে এক কৃষকের ৪০ শতক জায়গার পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (১ এপ্রিল) রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

এতে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত পান বরজ মালিক রফিকুল ইসলাম পুকুরিয়া ৬ নং ওয়ার্ড এলাকায় মৃত ফয়েজ আহমেদের পুত্র। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়িয়ে দেয়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সব হারিয়ে দিশেহারা কৃষক রফিকুল। 

পুকুরিয়া  ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমদ জানান, সোমবার রাতের আঁধারে পানের বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোনো কিছু বুঝে উঠার আগেই বরজের অধিকাংশ পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত বরজের মালিক রফিকুল ইসলাম জানান, হাসেম নামের এক ব্যক্তির সাথে আমার বিরোধ চলছে। সেইই আমার পানের বরজ পুড়িয়ে দিয়েছে। এমনকি আমাকেও পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে।

এদিকে একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম পানের বরজ হারিয়ে দিশেহারা কৃষক রফিকুল ইসলাম। হাসেম নামে এক ব্যক্তি রাতের আঁধারে ৪০ শতক জায়গার এই পানের বরজ পুড়িয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা রিটন নাথ, পুলক চক্রবর্ত্তী ও ইউপি সদস্য ফরিদ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা রিটন নাথ জানান, কৃষকের পানের বরজ পুড়িয়ে দেয়ায় খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উধ্বর্তন অফিসারের সাথে কথা বলে কৃষককে আইনী সহায়তা দেয়া হবে।