ন্যাভিগেশন মেনু

কেডিএস ষষ্ঠ গলফ টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠানে জিওসি

বাংলাদেশে গলফকে জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা: জিওসি শাহীনুল


ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার  মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেছেন, গলফ এমন একটি খেলা যা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করলে জনপ্রিয় হবে না। দেশের জনসংখ্যার তুলনায় গলফারের সংখ্যা কম।

রোববার চট্টগ্রাম ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দেশের অন্যতম বৃহৎ  শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের আয়োজনে কেডিএস ষষ্ঠ বিজয় দিবস গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার  মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, গলফ একটি ব্যয় বহুল খেলা। তবে গলফ নিঃসন্দেহে একজন মানুষকে সুশৃঙ্খল জীবন কাঠামোর মধ্যে আনতে পারে। তাই গলফকে আরো জনপ্রিয় করতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা।

তিনি আরো বলেন, আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত থেকে বলেন, প্রতিবছর আমরা কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করে থাকি, যা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে স্মার্ট ক্রীড়াবিদ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

সেলক্ষ্যে আমরা প্রতিভা অন্বেষণ কর্মসূচীর মাধ্যমে তৃর্ণমূল পর্যায় হতে গলফার সংগ্রহ এবং নিয়মিত, নিবিড়, আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে গলফার তৈরিতে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি। যা সরকার ঘোষিত স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে সাহায্য করবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সিইও মেজর (অব:) মোঃ মোকাদ্দেস হোসেন, কেডিএসের গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, এইচ আর হেড সাইফুল আবেদীন প্রমুখ।

শেষে গলফ টুর্নামেন্টে ২১২ জন গলফারের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।