ন্যাভিগেশন মেনু

বান্দরবানে নববর্ষের অনুষ্ঠান স্থগিত


বান্দরবান জেলায় আদিবাসী মারমা সম্প্রদায়ের সাংগ্রাইসহ নববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ক্যশৈহ্লা বলেন, ‘বৈশ্বিক সংকট করোনাভাইরাস  বাংলাদেশেও  মহামারি আকারে ভয়াবহ রুপ ধারণ করছে আর তাই সরকারি নির্দেশনা মোতাবেক জনসমাগম এড়াতে দেশ ও জাতির স্বার্থে নববর্ষের সব অনুষ্ঠান কর্মসূচি স্থগিত করা হয়েছে।‘

তিনি আরও বলেন, ‘প্রতিবছর জেলায় নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় কয়েকদিনব্যাপী নানা উৎসবের আয়োজন করে থাকে। কিন্তু এবার করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জেলার সব বৌদ্ধ বিহারের সাথে কথা বলে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।‘

এদিকে পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায়  বান্দরবানের সব লকডাউন গ্রাম, পাড়া ও বৌদ্ধ বিহারে খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এই সংবাদ সম্মেলনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সদস্য  ক্যাসা প্রু, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য লক্ষীপদ দাশসহ সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়াই এ/এডিবি