ন্যাভিগেশন মেনু

দুই সহকর্মীকে গুলি করে হত্যা করলো বিএসএফ সদস্য


বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের এক সদস্য তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাতুন গ্রাম পঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখণ্ড সীমান্ত চৌকিতে উত্তম সূত্রধর স্বয়ংক্রিয় রাইফেল থেকে অপর দুজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমারের।

বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। এরপর অভিযুক্ত বিএসএফ সেনা উত্তম সূত্রধরকে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, কেন তাদের গুলি করে হত্যা করলো, তা জানতে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওয়াই এ/এডিবি