ন্যাভিগেশন মেনু

বৃষ্টি হতে পারে দু’একদিনের মধ্যে


দেশজুড়ে বইছে দাবদাহ। প্রচন্ড গরমে অস্বস্তিতে জনমানুষের জীবন। তবে স্বস্তির কথা হচ্ছে- আগামী দু’একদিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে- সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও অন্যত্র তা অপরিবর্তিত থাকবে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমআইআর   /এসএস