ন্যাভিগেশন মেনু

বেপরোয়া বালু বোঝাই ট্রাক্টর কেড়ে নিল শিক্ষকের প্রাণ


নওগাঁর ধামইরহাটে বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক্টর কেড়ে নিল মজনুর রহমান (৩৯) নামের এক মাদ্রাসা শিক্ষকের প্রাণ।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নয়াপুকুর নামক স্থানে মোটর সাইকেলের সাথে বালু বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলের চালক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়।

নিহত মজনুর রহমান উপজেলার সাহাপুর দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত হরিতকীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মজনুর রহমান তার মেয়েকে প্রাইভেট শিক্ষকের নিটক পৌঁছে দেয়ার জন্য মোটর সাইকেল নিয়ে বের হয়। পথে সাহাপুর মোড় (নয়াপুকুর) নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে বালু বোঝাই ট্রাক্টর মোটর সাইকেলের চালক মজনুকে ধাক্কা দেয় এবং তার ডান পা চাকায় পিষে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে। থানায় কেউ অভিযোগ না করায় সুরতহাল তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিবি/ওআ