ন্যাভিগেশন মেনু

আশুগঞ্জে বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ৩ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রবিবার (৮ নভেম্বর) সকালে র‌্যাবের একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন - বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্রের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখে র্যাবের একটি টহল দল। এ সময় তাদের  গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিলো না।

পরে তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

সিবি/এডিবি