ন্যাভিগেশন মেনু

ভারতের কেরালায় ধসের ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ২৬


ভারতের কেরালার ইডুক্কি জেলার রাজাক্কড়ের একাংশ ধসের ঘটনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে। সেখানে এখন প্রায় ৮০ জনের মতো আটকে রয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরালার প্রায় সব রাস্তাই বন্ধ। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ‘এমন অবস্থায় হেলিকপ্টার ছাড়া আটকে থাকা মানুষজনকে উদ্ধার করা সম্ভব নয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল সেখানে পৌঁছালেও, সেভাবে কাজ শুরু করতে পারছেন না।’

এ ঘটনায় পরই ট্যুইটারে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন।

প্রবল বৃষ্টিতে ইডুক্কি জেলায় পরিস্থিতি ক্রমেই ঘোরাল হচ্ছে। বর্তমানে একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। পানি বেড়ে যাওয়ায় উডুক্কি বাঁধের তিনটি লকগেট খুলে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু এলাকা নতুন করে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন অতি ভারী বৃষ্টি হবে ইডুক্কি ও ওয়ানাড়ে জেলায়। সেখানে সতর্কতা জারি করা হয়েছে। নাগাড়ে বৃষ্টি অব্যাহত মুম্বই ও তার সংলগ্ন এলাকায়। ক্রমে পরিস্থিতি খারাপ হচ্ছে।

এমআইআর/এস এস