ন্যাভিগেশন মেনু

ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭


ভারতের মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী একটি বাস খালে পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, এ দুর্ঘটনায় মৃতদের মধ্যে প্রায় ২০ জন শিক্ষার্থী ও তাদের আত্নীয়রা ছিলেন। এ শিক্ষার্থীদের সাত্নায় নার্সিং পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ধর্মবীর সিং জানান, পাটনা গ্রামের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি খালের পানিতে পড়ে যায়। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান জানিয়েছেন, রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে। বেশ কয়েকজন চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, যা ঘটেছে তা সত্যিই খুব দুঃখজনক। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। পুরো রাজ্য ক্ষতিগ্রস্তদের পাশে আছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা।

ওয়াই এ/এডিবি