ন্যাভিগেশন মেনু

মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা, আহত ১৩


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মন্ত্রী ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ১৩ নেতাকর্মী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, আহতাবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নেওয়া হয়। পরে কলকাতার এক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা।

পুলিশ জানায়, কলকাতায় যেতে গাড়ি থেকে নেমে জাকির হোসেন স্টেশনে যাওয়ার পথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়ে লুটিয়ে পড়েন তিনি। একই সময় আহত হন আরও বেশ কয়েকজন।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানান, ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বোমা স্কোয়াড দলের সদস্যদের।

তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে একটি গোষ্ঠী। তবে গোষ্ঠীটির নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, প্রতিমন্ত্রী জাকিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ওআ/