ন্যাভিগেশন মেনু

ভারতের হস্তশিল্প শত শত বছরের গৌরবময় ইতিহাস : মোদি


ভারতের হ্যান্ডলুম এবং হস্তশিল্প শত শত বছরের এক গৌরবময় ইতিহাসকে ধারণ করে চলেছে বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জাতীয় তাঁত দিবসে নরেন্দ্র মোদি দেশের তাঁত এবং হস্তশিল্প খাতের সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার সরকার দেশের আদিবাসী কারুশিল্প সংরক্ষণের জন্য প্রশংসনীয় প্রচেষ্টা গ্রহণ করেছেন। 

টুইট বার্তায় নরেন্দ্র মোদি দেশবাসীকে হাতে তৈরির জন্য সোচ্চার হওয়ার এবং আত্ম নির্ভার ভারতের দিকে প্রচেষ্টা শক্তিশালী করার আহ্বান জানান।

বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় তাঁত দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

অনুষ্ঠানে ভারত জুড়ে হ্যান্ডলুম ক্লাস্টারগুলি, এনআইএফটি ক্যাম্পাসগুলোসহ ২৮টি তাঁতী পরিষেবা কেন্দ্র, জাতীয় তাঁত উন্নয়ন কর্পোরেশন এবং অন্যান্যরা অনলাইন যুক্ত হন।

অনুষ্ঠানটি উপলক্ষে এবং নাগরিকদের মধ্যে তাঁত বুননের কারুকাজে গর্ব জাগ্রত করার জন্য তাঁত ও তাঁত সম্প্রদায়ের জন্য একটি সামাজিক প্রচারনার পরিকল্পনা করে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে যথাসম্ভব ভারতীয় হ্যান্ডলুম এবং হস্তশিল্প ব্যবহার করার এবং তাদের সম্পর্কে আরও বেশি বেশি লোকের কাছে প্রচারের আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় কারিগর এবং তাঁতিরা ভারতীয় তাঁত ও হস্তশিল্পের সৌন্দর্য ও বৈচিত্র্য সম্পর্কে এই প্রচারণার মাধ্যমে উপকৃত হবেন।

এস এস