ন্যাভিগেশন মেনু

ভারতে আবারও করোনা হাসপাতালে আগুনে ১৮ রোগীর মৃত্যু


ভারতের গুজরাটের ভরুচ এলাকায় একটি বেসরকারি করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস'র প্রতিবেদনে জানানো হয়, চারতলাবিশিষ্ট প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে আগুন লাগে। সেখানে ২৪ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন। পরে দমকল বাহিনী এসে আরও কয়েকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠায়। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (১ মে) সকালে এক পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল। আগুন নিভে যাওয়ার পর বাকি ছয়জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হই।’

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

সিবি/এডিবি/