ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যু


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গতদিনের তুলনায় দেশটিতে আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। দৈনিক সংক্রমণ পৌঁছালো ৫০ হাজারের গণ্ডিতে এবং মারা গেছেন এক হাজার ২৫৮ জন। গতকাল আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৯৮ জন।

রবিবার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে ভারতে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে মোট ১১টি রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে। এরমধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা, পঞ্জাব, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ও কর্নাটক।

এখন পর্যন্ত ভারতে ৪৮ জন ডেল্টা প্লাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

এস এ/এডিবি/