ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় প্রাণ গেলো আরও ৪১২০ জনের


করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনার নতুন ধরনের কাছে কার্যত অসহায় চিকিৎসা ব্যবস্থা। পর্যাপ্ত ওষুধ আর অক্সিজের অভাব প্রকট। ফলে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গত একদিনে দেশটিতে পৃথিবীর অর্ধেকের বেশি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে তিন লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

শুধু পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৭৭ জন এবং মারা গেছে ১৩৫ জন।

এডিবি/