ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বগামী মৃত্যু ও শনাক্ত


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে ফের ঊর্ধ্বগামী মৃত্যু ও  শনাক্তের হার। বুধবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৭৮ জন এবং করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে এই দিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫৫০ জন।

বৃহস্পতিবার (১ জুলাই)   ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৯৯১ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩৩ লাখ ৯৯ হাজার ৪৭৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগী আছেন ৫ লাখ ২৯ হাজার ৫৮০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে বর্তমানে দৈনিক করোনা শনাক্তের হার ২ দশমিক ৫৪ শতাংশ এবং সাপ্তাহিক পর্যায়ে এই হার ২ দশমিক ৬৪ শতাংশ।

এস এ/ওআ