ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা শনাক্তের চেয়ে সুস্থতার হার বেড়েছে


ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের চেয়ে বেড়েছে সুস্থতার হার। তবে, অপরিবর্তিত রয়েছে মৃত্যুর হার । গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন মানুষ এবং মারা গেছেন ৪২২ জন। আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ১০ হাজার।

মঙ্গলবার (৩ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন মানুষ। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৫০৭ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২২ জন। সোমবারও এই সংখ্যা ছিল ৪২২। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ১৯৫ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে সংক্রমিত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮ হাজার ৮৮৭ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৮ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত কয়েকদিন ধরেই করোনায় নতুন সংক্রমণের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৮৪ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬৯ জন।

পশ্চিমবঙ্গে সোমবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, একদিনে মোট ৫৭৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১২ জন।

ভারতে এখনও পর্যন্ত ৪৭ কোটি ৮৫ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। 

এস এ/এডিবি/