ন্যাভিগেশন মেনু

ভারতে গত ২৮ ঘন্টায় রেকর্ড ৬৫ হাজার করোনা রোগী সনাক্ত


করোনায় থাবায় স্থবির ভারত। সময়ের সাথে সাথে ক্রমে বাড়ছে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬৫ হাজার ১৫৬ জন আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ লাখ ৫৬ হাজার ৪৪৩ জনে।

রবিবার (৯ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনায় দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৪৮৮ জনের। শুধু গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যুবরন করেছে ৮৭৫ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৮১ হাজার ৬৬৬ জন।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের দিক থেকেও এগিয়ে এ রাজ্য। এরপরই রয়েছে গুজরাট, দিল্লি ও রাজস্থান। চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তারপর রয়েছে তামিলনাড়ু।’

এমআইআর/এডিবি