ন্যাভিগেশন মেনু

ভারতে ধারাবাহিক সর্বোচ্চ সনাক্তের রেকর্ড


এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। প্রতিদিনই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে দেশটিতে। সেই সঙ্গে সুস্থতার হারও অনেক। গত একদিনে দেশটিতে ৬৯ হাজার ১৯৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৫ হাজার ৮২২ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, ‘ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৯৪ জন।’

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ‘দেশটিতে ২০ লাখ ৯৬ হাজারের বেশি রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।’

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক থেকে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান আরও বলছে, ‘ভারতে করোনায় সবচেয়ে বিপর্যন্ত রাজ্য মহরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত এই প্রদেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ২৮ হাজারের বেশি রোগী সনাক্ত হয়েছে। তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাডু সাড়ে তিন লাখ, অন্ধ্রপ্রদেশ তিন লাখের বেশি, কর্ণাটক আড়াই লাখ এবং উত্তরপ্রদেশ ও দিল্লি দেড় লাখের বেশি।’

উল্লেখ্য, গত ১৫ দিন ধরে প্রতিনিয়ত সংক্রমণের হারে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে।

ওয়াই এ/ এডিবি