ন্যাভিগেশন মেনু

ভারতে ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যু


ভারতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনার দৈনিক সংক্রমণও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন মানুষ এবং মারা গেছেন ৫৪৬ জন। 

শনিবার (২৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন।  মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯৭৭ জন।

পশ্চিমবঙ্গে শুক্রবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৮৪২ জনের দেহে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৯৪২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৬ জন।

শুক্রবার প্রায় ৪২ লাখ ৬৭ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন। এখন পর্যন্ত ভারতে ৪২ কোটি ৭৮ লাখের বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। 

এদিকে  মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ কিছুটা কমে প্রায় সাড়ে ৬ হাজারে নেমে এসেছে।

এসএ/এডিবি/