ন্যাভিগেশন মেনু

ভারতে মাওবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে ২২ যৌথবাহিনীর সদস্য নিহত


ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জওয়ানের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপকে উদ্ধৃত করে সংবাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানায়, এর আগে শনিবার (৩ এপ্রিল) ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ হয়। এ লড়াইয়ে উতপ্ত হয়ে ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলা। তারপর থেকে এই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না বলে জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সূত্রে খবর, এদিন মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ। তাদের কাছে ওই এলাকায় মাওবাদী গতিবিধির খবর ছিলো। তার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল।

এখানে আরও মৃত্যুর আশংকা করা হচ্ছে। ওই জঙ্গলে একটি বড় টিম পাঠানো হয়েছে।

ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তখনই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। আর তখনই গুলির লড়াই প্রাণ হারান পাঁচ জওয়ান।

এর আগে গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এতে প্রাণ হারান পাঁচ ডিআরজি জওয়ান। এই সুকমা, বস্তার ও এর সংলগ্ন এলাকা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত।

সিবি/এডিবি/