ন্যাভিগেশন মেনু

মতিঝিলে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক


রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে অস্ত্রসহ 'মোল্লা গ্যাংয়ে'র দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে মতিঝিল পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো - নয়ন মোল্লা (৩০) ও শহিদুল ইসলাম (৩৫)।

সোমবার (১৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী মতিঝিল থানার মতিঝিল পার্ক এলাকায় অভিযান চালায়। অভিযানে মোল্লা গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, একটি গামছা, একটি সুইজ গিয়ার চাকু, এক জোড়া হাতকড়া, একটি দড়ি, তিনটি মোবাইল ফোন ও ২ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামীরা পেশাদার ছিনতাইকারীচক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে। এরপরে ডিবি পুলিশ, র‌্যাব ও আইন প্রণয়নকারী বিভিন্ন সংস্থার ভুয়া পরিচয় দিয়ে তাদের অপহরণ করে তাদের টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের ফাঁকা রাস্তার পাশে ফেলে পালিয়ে যেতো। 

আসামীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

এস এ/এডিবি/