ন্যাভিগেশন মেনু

মহারাষ্ট্রে ভবন ধসে ৭ জনের মৃত্যু


ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উলহাসনগরে একটি আবাসিক ভবনের স্ল্যাব ভেঙে সাতজন নিহত এবং চার-পাঁচজন আটকে পড়েছে।

শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে।

জেলার উলহাসনগর পৌর করপোরেশনের কর্মকর্তা জানান, নেহেরু চকে পাঁচতলা সাই সিদ্ধি ভবনের একটি স্ল্যাব ভেঙে পড়ে।

শনিবার (২৯ মে) ইন্ডিয়া টুডে জানায় সেখানে উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে। পঞ্চম তলা থেকে স্ল্যাবটি নিচতলায় ধসে পড়ে।

ঘটনার পর উলহাসনগর ফায়ার ব্রিগেড ও জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ধ্বংসাবশেষ থেকে সাতজনকে টেনে বের করা হয়। পরে তাদের সবাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মাসে এই শহরে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে একটি ভবনের উপরের তলা থেকে স্ল্যাব ধসে পড়েছে। গত ১৫ মে উলাসনগর ক্যাম্পে আবাসিক বিল্ডিং মোহিনী প্যালেসের একটি স্ল্যাব ভেঙে পাঁচজন মারা যান।

সিবি/এডিবি/