ন্যাভিগেশন মেনু

মাদরাসা অধ্যক্ষ হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন


কিশোরগঞ্জের হোসেনপুরে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল হক হত্যা মামলার আসামি ছেলে মানিক মিয়াকে মৃত্যুদণ্ড ও বাবা নূরুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল রহিম আদালতে এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ১৪ ডিসেম্বর বিকেলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে নান্দাইল উপজেলার সীমান্তবর্তী মহেষকুড়া সিনিয়র দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল হকের ছেলে রক্সিকে মেরে বাড়িতে আটকে রাখেন আসামিরা।

খবর পেয়ে মাওলানা আমিনুলসহ স্থানীয়রা ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মারা যান মাওলানা আমিনুল হক।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে চার জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়।

ওয়াই এ/ওআ