ন্যাভিগেশন মেনু

মাদারীপুরে কৃষককে হাতুড়িপেটা


মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় চান্দু ভুইয়া নামের কৃষককে (৪৫) হাতুড়িপেটা ও কাটারি দিয়ে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। চান্দু ভুইয়া উপজেলার কালাই সরদারের চর গ্রামের হাসু ভুইয়ার ছেলে।

সোমবার (৩০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, মাদারীপুরের মিয়ার হাটবাহারে পাট বিক্রি শেষে নৌকায় বাড়ি ফেরার সময় কয়েকজন ট্রলারে এসে নৌকা থামিয়ে দু’পা-সহ সমস্ত শরীরে হাতুড়িপেটা করে এবং ডান পা কাটারি দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত চান্দু ভুইয়া বলেন, ‘আমি হাটে পাট বিক্রি করে বাড়ি যাওয়ার সময় ওই দলের লোকেরা আমার নৌকা থামিয়ে আমাকে টেনে তাদের ট্রলারে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কাটারি দিয়ে আমার এক পা রক্তাক্ত করে ফেলেছে অনেক রক্ত ঝড়েছে আমি ওদের বিচার চাই।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, ‘ঘটনা শুনেছি এখনো এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবো।’

এইচআর/এমআইআর/এডিবি