ন্যাভিগেশন মেনু

মান্দায় দুই ট্রাকের ধাক্কায় নিহত ২


নওগাঁর মান্দা উপজেলায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন - কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র বর্মণ (৩৮) ও একই গ্রামের দীনবন্ধু বর্মণের ছেলে দীনেশ বর্মণ (৩৬)।

আহতরা হলেন - কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা ছোটখাটামারি গ্রামের শিপন আলী (২৪), আংগারিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মণ, নলেয়া গ্রামের বাচ্চু মিয়া (৩৫) ও রাজশাহীর বাগমারা উপজেলার খালগ্রামের আব্দুল জলিল (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে খড় নিয়ে একটি ট্রাক নিয়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার মচমইল বাজারে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় ভোর ৫টার দিকে জোনাকী হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরো ৫জন আহত হয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, হতাহতদের মধ্যে ট্রাক চালক শিপন আলী ছাড়া অন্যরা পান ও খড় ব্যবসায়ী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আনা খড় রাজশাহীর বাগমারার মচমইল বাজারে বিক্রি করে সেখান থেকে পান কিনে আবার তাদের ভুরুঙ্গামারী ফিরে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় শিকার খড় বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, উক্ত ট্রাক হতে পান কেনার জন্য কয়েকটি বস্তার মধ্যে যার একটিতে ৪২২০০ টাকা, অপরটিতে ৯০৯০০ টাকা যার প্রত্যেকটি নোট দুই টাকার। একটি বস্তায় ৫৫০০ টাকা, একটি বস্তায় এক হাজার টাকার কয়েন উদ্ধার করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

বিএঅআর/ ওয়াই এ/এডিবি