ন্যাভিগেশন মেনু

মিয়া সাহেবের ময়দানে উরস ৭ সেপ্টেম্বর


আলহাজ্ব হযরত শাহ সুফী সৈয়দ হামিদুল্লাহ (রহঃ) ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে মিয়া সাহেবের ময়দান দরবার শরিফ প্রাঙ্গণে বার্ষিক পবিত্র উরস ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দরবার শরিফের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে কুরআনখানি, ওয়াজ মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। তাছাড়া কর্মসূচিতে নতুন করে মাজারে গিলাব পরিবর্তন করা, ফজরের নামাজ, হামদ ও নাদ, আলহাজ্ব হযরত শাহ সুফি সৈয়দ হামিদুল্লাহ (রহঃ) জীবন ও কার্যক্রম নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলহাজ্ব হযরত শাহ সুফী সৈয়দ হামিদুল্লাহ (রহঃ) এই খানকা শরিফের অষ্টম গাদ্দিনসিন পীর হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

আলোচনায় অংশ নেবেন শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাবেদ ওমর আল-কাদেরি এবং অন্যান্য ইসলামী ব্যক্তিত্বরা।

মাগরিবের নামাজের পর হাজী ড. মোহাম্মদ ইশতিয়াক সাজ্জাদুর রহমান, হাফেজ মো. ফারুক এবং হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ'র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে।

এশার নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিল পরিচালনা করবেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বরকতুল্লাহ বদরুদ্দিন।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন বর্তমান পীর (নবম গাদ্দিনসিন) এবং হযরত আবু ইউসুফ আবদুল্লাহ (রহঃ) ওয়াকফ এস্টেটের পঞ্চম মুতাওয়াল্লি এবং শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পরিচালক হযরত শাহ সুফি সৈয়দ আহমাদুর রহিম।

সবশেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হবে।

অনুষ্ঠানের আহ্বায়ক সাইয়্যেদ তৈয়ব মোর্শেদ আরাফ সবাইকে পবিত্র উরসে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এডিবি/