ন্যাভিগেশন মেনু

মীরডাঙ্গী-কাতিহার সেতু এখন মরণফাঁদ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  মীরডাঙ্গী থেকে কাতিহার সড়কের বাকসা সুন্দরপুর এলাকার একটি ব্রিজের কারণে ৯ কিলোমিটার পাকা সড়কে যানবাহন  চলাচল বন্ধ হয়ে পড়েছে । এ কারণে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা ।

জানা গেছে, রানীশংকৈল উপজেলার কাতিহাট হাট একটি ঐতিহ্যবাহী হাট। এখানে গরু মহিষ সহ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি হয়। বছর চারেক আগে কয়েক ধাপে আট কোটি টাকা ব্যায়ে মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। পাকা সড়ক নির্মাণের পর থেকেই সড়কটিতে সাধারণ মানুষের চলাচল সহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাপক ভাবে বেড়ে যায়। ফলে বাকসা সুন্দরপুর এলাকার একটি ব্রিজের কারণে বর্তমানে হাটুরে সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বর্তমানে ওই  সেতুর রেলিং ভেঙ্গে জরাজীর্ন হয়ে পড়েছে। সেতুর মাঝখানে ঢালাই ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায়  ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মানের পর কয়েকদফা সংস্কার করা হলেও নতুন করে নির্মানের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছে স্থানীয় কৃষক শ্রমিক যানবাহন চালকসহ পথচারীরা।

রানীশংকৈল উপজেলা প্রকৌশলী উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, মীরডাঙ্গী থেকে কাতিহার সড়কের বাকসা সুন্দরপুর এলাকার সেতুটি দুইবার সংস্কার করা হয়েছে। এছাড়াও নতুন করে সেতুটি নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়। কিন্তু প্রকল্প অনুমোদন না পাওয়ায় সেখানে নতুন ব্রিজ নির্মান করা যাচ্ছে না।

বি আই বি / এস এ/ওআ