NAVIGATION MENU

মুখ থেকে টেনে বের করা হল ৪ ফুট লম্বা সাপ


প্রতিদিন ঘটে চলেছে অদ্ভূত ঘটনা। সাপ নিয়েও মাঝে মধ্যেই অদ্ভুত সব ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে দেখা যায়। তবে কারও মুখ থেকে বের করে আনা হচ্ছে ৪ ফুট লম্বা একটি সাপ, এমন দৃশ্য হয়তো আগে দেখেনি কেউ।

এমনই একটি ঘটনার সাক্ষী হলো রাশিয়া। এক নারীর মুখে কালো পাইপের মতো একটি চিকিৎসা যন্ত্র প্রবেশ করানো হয়েছে। এবার সেটিকে ধীরে ধীরে টেনে বার করা হচ্ছে। 

পুরোটি বেরিয়ে আসতেই দেখা যাচ্ছে, তার আগায় একটি সাপ আটকে রয়েছে। সেটিকে বের করে এনে পাশে রাখা বালতিতে ফেলা হয়। সেখানে উপস্থিত এক নার্সও এমন ঘটনা দেখে চমকে যান।

ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে সাপটি ঢুকে যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে কিছু একটি রয়েছে।

ওই এলাকায় সবাইকে বিশেষ করে শিশু ও বয়ষ্কদের এই রকম ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি বাড়ির বাইরে না ঘুমাতে উপদেশ দিয়েছে প্রশাসন।

এস এস