ন্যাভিগেশন মেনু

মুজিববর্ষে সকলকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান কেসিসি মেয়রের


মুজিববর্ষে সকলকে তিনটি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সিটি মেয়র বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনা মেডিকেল কলেজ চত্ত্বরে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে মুজিববর্ষ উপলক্ষে নবনির্মিত চিরঞ্জীব মুজিব ম্যুরাল উদ্বোধনকালে এ কথা বলেন।

কেসিসি মেয়র বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন।বাঙালির দাবি আদায়ে বঙ্গবন্ধু সর্বদা সোচ্চার ছিলেন।তাঁর জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, এ দেশের স্বাধীনতার পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে।যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নামকেউ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।

এ সময় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেয়র মুজিববর্ষ উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ চত্ত্বরে গাছের চারা রোপণ করেন।

এসএইচ/এডিবি