ন্যাভিগেশন মেনু

মোংলার ৬ ইউনিয়নের নির্বাচন ২০ সেপ্টেম্বর


বাগেরহাটের মোংলা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন এই ছয় ইউনিয়ন পরিষদের প্রার্থীরা।

উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) প্রথম ধাপে মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নের ভোটগ্রহণ চলবে। তারমধ্যে প্রথমবারের মতো সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউপিতে ইভিএমএ এবং বাকি চারটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

তবে চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ৬টি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের সকল চেয়ারম্যান প্রার্থী।

শুধু ওয়ার্ড প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। চালাচ্ছেন প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

তবে চেয়ারম্যানরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটারদের মাঝে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।

চাঁদপাই ইউনিয়নের ভোটার জিন্নাত আলী বলেন, 'কেউ কথা রাখে না, সাক্ষী থাকে রং চা। নির্বাচনের আগে চায়ের দোকানে বসে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি পাই, রং চা খাওয়ায় আর আমাদের আশার বাণী শোনায়। নির্বাচন শেষে কেউ কথা রাখে না।'

বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এবার যাচাই-বাছাই করে প্রার্থী নির্বাচিত করবেন। অসৎ প্রার্থীদের তাদের মূল্যবান ভোট প্রদান করবে না।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি চলছে। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে নজর রাখা হচ্ছে।

এসএমএস/সিবি/এডিবি/