ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৫


মৌলভীবাজারে কঠোর বিধি নিষেধের পরও থামছে না মৃত্যু। জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। একই সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২ জন।

বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য থেকে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১০৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। আর জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫৪ জন।

এখন পর্যন্ত মৌলভীবাজারে ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ীতে ৪ জন এবং সদর হাসপাতালে ৩২ জনের মৃত্যু হয়।

এদিকে জেলায় এখন করোনা আক্রান্ত রোগী নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন ১৪২০জন, হাসপাতালে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন আর হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগী আছেন ২৮ জন।

সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানিয়েছেন, জেলায় টেস্ট যত বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা তত বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেন তিনি।

পিডি/সিবি / এস এস