ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে বিধিনিষেধ অমান্য করায় আটক ৪৫


মৌলভীবাজারে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে জেলা প্রশাসনের ২২ টিম কাজ করছে। এছাড়া পৌরসভার তিনটি টিম মাঠে রয়েছে। ইতোমধ্যে বিধিনিষেধ অমান্য করায় ৪৫ জনকে আটক করা হচ্ছে।

সরকারি বিধিনিষেধের দ্বিতীয়দিনে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সমন্বয়ে জেলায় ২২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। জেলা সদরে ১০টি টিম আর ছয়টি উপজেলায় রয়েছে ১২টি টিম। জেলা শহরের চাঁদনীঘাট, টিসি মার্কেট কাঁচাবাজার, পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন এলাকায় মার্কেট খোলা রাখা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় শুক্রবার (২জুন) দুপুর পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া পশ্চিমবাজার এলাকায় বিধিনিষেধ অমান্য করায় ২৮ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা।

এছাড়াও মৌলভীবাজার সদর পৌরসভায় মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে কাউন্সিলরদের নিয়ে তিনটি টিম স্বাস্থ্যবিধি পালনে মাঠে তদারকি করছে।

পশ্চিমবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার জানান, ‘শহরব্যাপী স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি জেলা তথ্য অফিসের মাধ্যমে সরকারের নির্দেশনা ও জনসচেতনতামুলক প্রচারনা করা হচ্ছে।’

শহরের চৌমোহনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের টিম প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় শহরসহ জেলাব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ নিশ্চিতে হাটবাজার, গণপরিবহন স্ট্যান্ড এলাকা, শপিংমলসহ জনবহুল এলাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অভিযানে।’

মৌলভীবাজার সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩০টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ ভাগ। জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪২ জন। মোট মারা গেছেন ৩৫ জন।

পিডি/এমআইআর/এডিবি/