ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে লকডাউনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ টিম


মৌলভীবাজারে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রথমদিন থেকেই কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। নিত্যপ্রয়োজনীয় দোকানপাঠ ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠে রয়েছে ১৪টি মোবাইল টিম। এতে সহযোগিতা করছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (১ জুলাই) শহরে নিত্যপ্রয়োজনীয় দোকান রিকশা ও জরুরি পণ্য পরিবহন ছাড়া সকল যানবাহন বন্ধ রয়েছে। স্থাস্থ্যবিধি মেনে প্রয়োজনের তাগিদে কিছু সংখ্যক লোক চলাচল করছেন।

সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে সকাল থেকেই জেলা শহরে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ টিমে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। যারা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করছেন তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া বড় কাঁচাবাজার ও মাছবাজারে ভ্রাম্যমাণ টিম রয়েছে।

এদিকে সিভিল সার্জন অফিস জানায়, জেলায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ২৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৪ জন। এখন পযন্ত জেলায় মারা গেছেন ৩৫ জন।

জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ বিস্তার রোধকল্পে এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের সমন্বয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, জেলা পুলিশ, আনসার সদস্যদের সহযোগিতায় মাঠ তদারকি ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

লকডাউন বাস্তবায়নে প্রথমদিন যেভাবে জেলাবাসী সহযোগিতা করেছেন পরবর্তী দিনগুলি সেভাবে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

পিডি/এসএ/এডিবি/