ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজার পৌরসভার ১৫৪ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা


মৌলভীবাজার পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়া ১৫৪ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভা বোর্ডরুমে গণমাধ্যমকর্মীদের সামনে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট বক্তব্যে মেয়র বলেন, নাগরিক সুবিধা ও পৌরসভার উন্নয়নে ২৩ কোটি টাকা ব্যয়ে কোদালীছড়ার গাইড ওয়াল, ওয়াকওয়েসহ বিভিন্ন কাজ, ১০ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পাশে অত্যাধুনিক একটি পার্ক নির্মাণ, ১১ কোটি টাকা ব্যয়ে শহরের গুরুত্বপূর্ন ২০টি রাস্থা ও ড্রেন নির্মাণ কাজ করা হবে।

এ ছাড়াও শহরের বেরী লেইক সংরক্ষণ ও সৌন্দর্য্য বর্ধন করে বিনোদন পার্ক নির্মাণ এবং পরিচ্ছন্ন ও ফুলেল শহর গঠনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাজেটে মোট আয় ১৫৪ কোটি ৫৭ লাখ টাকা, মোট ব্যায় ১৫৪ কোটি টাকা এবং রাজস্ব ও মূলধনী উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৭ লাখ ৪৯ হাজার টাকা।

এ সময় মেয়র আরও বলেন ১০ কোটি ৮০ লাখ টাকা ঋণ নিয়ে মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব নেন তিনি। এখন সেই ঋণের ৬০ ভাগ পরিশোধ করা হয়ে গেছে। বাকী ঋণ পরিশোধ করা হবে।

বাজেট ঘোষনায় সাংবাদিকসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডি/সিবি/এডিবি/