ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ


মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে এসব গাছের চারা লাগানো হয়।

গাছের চারা লাগানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, সংগঠনের সভাপতি এম. এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

প্রেসক্লাব ভবনের দক্ষিণপাশে এই ঔষধি নিমগাছ ও ফলজ তালগাছের চারা রোপন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাছের চারা দিয়ে সহযোগিতা করে।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, এ দুটি গাছ পরিবেশের জন্য উপকারী। ঔষধি জাতের নিমগাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা পাই এবং এর বাতাস শরীরের জন্য ভালো। আর তালগাছ থেকে তাল ফল পাই পাশাপাশি এই গাছটি বজ্রনিরোধক।

পিডি/সিবি/এডিবি/