ন্যাভিগেশন মেনু

মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি


রাজধানীবাসী আজ ভোরে ঘুম থেকে উঠেই এক অন্য রকম সকাল দেখছেন। হঠাৎ ঝড়-বৃষ্টিতে যেন আচমকাই হোঁচট খায় কর্মজীবী মানুষের জীবনযাত্রায়।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকেই চলছিলো মেঘের গর্জন। আর সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয় অঝোরে বৃষ্টি আর সঙ্গে ঝড়।

মৌসুমের প্রথম ঝড়ের কবলে পড়লো রাজধানী ঢাকা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটাই মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এডিবি/

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন