ন্যাভিগেশন মেনু

ময়মনসিংহে দোকানি হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড


রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার দূরের দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা ময়মনসিংহে ওষুধের দোকানি মাজহারুল ইসলামকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার দায় থেকে খালাস পেয়েছেন আরও সাত আসামি।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামি হলেন- একলাছ উদ্দিন, আবুল কাশেম, কবির মিয়া, আবুল কাশেম, বাদল মিয়া, ফারুক মিয়া, রুমা আক্তার, আবুল কালাম আজাদ, চন্দন ও শুক্কুর আলী।

এঁদের মধ্যে ফারুক মিয়া ও রুমা আক্তার পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খালাসপ্রাপ্ত সাত আসামি হলেন আফতাব উদ্দিন, আবু সিদ্দিক, বদরুল আলম, ইসমাইল হোসেন, কাজল মিয়া, রফিক ও দুলাল। এই হত্যা মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ৫ ডিসেম্বর। সেদিনই আদালত রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিয়ালধরা বাজারের ওষুধের দোকানদার মাজহারুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। তদন্ত করে নান্দাইল থানা-পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে একজন মারা যান। আদালত অপর ১৭ জন আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন।