ন্যাভিগেশন মেনু

যবিপ্রবি ও জাককানইবি’তে সশরীরে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা


করোনা মহামারিতে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর পর্যায়ক্রমে এগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষা ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি বৈঠকে পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও তাদের কর্মজীবনে প্রবেশের পথ সুগম করতেই যবিপ্রবি প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

যেসব শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদের স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। 

হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। 

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। 

কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে, তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।

সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সব চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়।

পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী পরীক্ষার্থীদের পরিবহনে আনা-নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করার বিষয়ে ওই সভায় আলোচনা হয় বলেও জানা যায়। 

একই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ দায়িত্বে করোনা প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

সভায় আগামী অক্টোবরের মাসের প্রথম সপ্তাহে বিশ্ববদ্যিালয়ের স্নাতক শ্রেণির পরীক্ষা শুরুর বিষয়ে ঐকমত পোষণ করা হয়। তাদের পরীক্ষার সূচিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুন অনুষ্ঠিত ৩৪তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক শুরু হওয়া বিভাগের পরীক্ষা করোনার কারণে বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের দাবি ও ছাত্রলীগের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে ৩৬তম জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১ সেপ্টেম্বর থেকে সশরীরে গ্রহণের সিদ্ধান্ত হয়।

সেক্ষেত্রে নিজ নিজ বিভাগ ও অনুষদ ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশের মাধ্যমে পরীক্ষা শুরু করবে। তারপর পরিস্থিতি অনুযায়ী ধারাবাহিকভাবে অন্যান্য পরীক্ষাও শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এডিবি/