ন্যাভিগেশন মেনু

রাজধানীর সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ স্বাভাবিক


রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রা ৩টায় লাইনচ্যুত বগি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশনে ফাইভ আপ মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া তিনটায় ইঞ্জিনসহ লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করে। এর পরেই ট্রেন স্বাভাবিকভাবে চলছে।

ওয়াই এ/এডিবি