ন্যাভিগেশন মেনু

রাজবাড়ীতে প্রথম করোনা টিকা নিলেন জেলা পরিষদের চেয়ারম্যান


রাজবাড়ীতে প্রথম করোনা টিকা নিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই টিকা নেন তিনি।

এর আগে রবিবার সকাল ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে কোভিড-১৯ টিকা প্রদান কেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলশাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলউজ্জামান, সিভিল সার্জন ইব্রাহীম টিটন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান প্রমূখ।

রাজবাড়ীতে করোনা টিকা নিতে ইতোমধ্যে ২২২৫ জন নিবন্ধন করেছেন। আজ ৪০০ জনকে টিকা দেওয়া হবে।

কে আর আই/ এসএ/এডিবি