ন্যাভিগেশন মেনু

রাজস্থানে নৌকা উল্টে ১৪ তীর্থযাত্রীর মৃত্যু


ভারতের রাজস্থানের বুন্দি জেলার কোটায় চম্বল নদীতে তীর্থযাত্রী বোঝাই একটি নৌকা উল্টে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল পৌণে ৯টা নাগাদ  খাটোলি পুলিশ স্টেশন এলাকায় উল্টে যায় নৌকাটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কোটার ইন্দরগড়ে কমলেশ্বর মহাদেব মন্দিরে দর্শনের জন্য যাচ্ছিলেন এই পূণ্যার্থীরা। চম্বল নদী পেরিয়ে পৌঁছতে হয় ওই মন্দিরে। নৌকায় অন্তত ৪০ জন পূণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে। নদীর জলে ভেসে যান বহু তীর্থযাত্রী। চম্বল নদীতে এখনও উদ্ধার কাজ চলছে।

কোটার পুলিশ সুপার (গ্রামীণ) শরদ চৌধুরী জানান, নৌকা উল্টে যাওয়ার পর ২০-২৫ জন তীর্থযাত্রী সাঁতরে পাড়ে ওঠতে সক্ষম হন। নৌকায় বেশ কয়েকজন মহিলা ও শিশু ছিল বলে জানা গেছে। 

এডিবি/