ন্যাভিগেশন মেনু

রামুতে ৯৯৮০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার


কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউপির চেইন্দা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর ইসলাম (২৫) থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত শরী হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক কারবারী অবস্থান করছে জানতে পেরে র‌্যাব-১৫ ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর সাথে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেন, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সিবি/এডিবি